সাকিবকে নিয়ে যা বললেন বলিউড অভিনেত্রী কঙ্গনা

0

সম্প্রতি সাকিব আল হাসানের ভারত সফরে গিয়ে পূজোর একটি অনুষ্ঠানে যোগ দেওয়াকে কেন্দ্র অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে থাকে বাংলাদেশের ক্রিকেটে, হত্যার হুমকি পর্যন্ত দেওয়া হয় সাকিবকে।

যদিও বিষয়টি নিয়ে সাকিব নিজের অবস্থান পরিস্কার করার পর পরিস্থিতি স্বাভাবিক হয়েছে, তবে আলোচনা যেন তবুও থামছে না। ভারতেও চলছে এইটা নিয়ে বিশদ আলোচনা, এবার এটা নিয়ে কথা বলেছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত।

টুইটারে পোস্ট করে কঙ্গনা বলেন, `মন্দিরে এত ভয় কেন? কোনও কারণ তো থাকবে? এমনি এমনি কেউ এত ঘাবড়ে যায় না। আমি তো সারাজীবন মসজিদে থাকলেও রাম নাম কেউ হৃদয় থেকে মুছে দিতে পারবে না। নিজেদের প্রার্থনায় বিশ্বাস নেই, নাকি হিন্দু অতীত তোমাদের মন্দিরের প্রতি আকর্ষিত করছে? প্রশ্ন করো নিজেকে…’

এটা নিয়ে কঠোর আইন থাকা দরকার বলে মনে করেন কঙ্গনা রানাওয়াত। তিনি বলেন, `ওদের কাছে এর জবাব নেই। ওরা আপনার বাড়ি ভেঙে দেবে, জেলে পাঠিয়ে দেবে। আপনার আওয়াজ দমিয়ে রাখতে ডিজিটাল মাধ্যমেও রুদ্ধ করে দেয়, কোনও ডিজিটাল পরিচয় বন্ধ করা ভার্চুয়াল দুনিয়ায় হত্যার মতোই। এর বিরুদ্ধে কঠোর আইন থাকা দরকার।’

তিনি আরও বলেন, `নিজের দেশেই এক ক্রীতদাসের মতো ব্যবহার করার কারণে অসুস্থ ও ক্লান্ত। আমরা আমাদের উৎসব পালন করতে পারব না, সত্যি বলতে পারব না, আতঙ্কবাদের নিন্দা করতে পারব না, এ ধরনের জীবনযাপন করে লাভ কী।’ 

আইসিসি থেকে নিষেধাজ্ঞা শেষে যুক্তরাষ্ট্র থেকে গত ৭ নভেম্বর দেশে ফিরেন সাকিব আল হাসান, এরপর সরকারি সফরে বৃহস্পতিবার ভারতে যান তিনি। সে সফরে তিনি কলকাতায় একটি পূজার অনুষ্ঠানে যোগ দেন, সেই অনুষ্ঠানে যোগ দেওয়াকে কেন্দ্র করে হত্যার হুমকি দেওয়া হয় সাকিবকে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com