রবিবার থেকে শুরু অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্প
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী রবিবার ( ২২ নভেম্বর ) থেকে শুরু হবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্প।
সিলেটে দুই সপ্তাহের এই ক্যাম্পে পাঁচটি ৫০ ওভারের ম্যাচ খেলবে অনূর্ধ্ব-১৯ দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক সংবাদে এ কথা জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ট্রেনিং ক্যাম্প শুরুর আগে, আগামী ২১ নভেম্বর দলের সকল খেলোয়াড়ের করোনা পরীক্ষা করা হবে। করোনা পরীক্ষায় যাদের রিপোর্ট নেগেটিভ আসবে, কেবল তারাই সড়কপথে সিলেটের উদ্দেশ্যে রওনা হবে।
এর আগে, দলের বেশ কয়েকজন খেলোয়াড়ের দেহে করোনার লক্ষণ থাকায় সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্পটি স্থগিত করেছিলো বিসিবি।
সিলেটে অনুষ্ঠিতব্য ক্যাম্পের অনূর্ধ্ব-১৯ দল:
ইমন আলি, ইফতেখার হোসেন ইফতি, হাবিবুর শেখ মুন্না, প্রান্তিক নওরোজ নাবিল, নাঈম আহমেদ, সাকিব শাহরিয়ার, সোহাগ আলি, মেহরাব হাসান, আব্দুল্লাহ আল মামুন, খালিদ হাসান, আইচ মোল্লা, আশরাফুল হাসান রিহাদ, তৌহিদুল ইসলাম ফেরদৌস, মুশফিক হাসান, আরিফ আহমেদ অনিক, বায়েজিদ মিয়া রোমান, আশিকুর জামান, মহিউদ্দিন তারেক, রিপন মন্ডল, মোস্তাকিম মিয়া, আহসান হাবিব লিয়ন, নাইমুর রহমান নয়ন, আশরাফুল ইসলাম সিয়াম, সামসুল ইসলাম ইপন ও সায়ান আহমেদ চৌধুরী।