বিএনপি জনগণের জন্য, রাষ্ট্রের স্বার্থে ও জাতীর স্বার্থে রাজনীতি করে: বিএনপি

0

মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে ‘বিএনপির আদর্শের প্রতীক’ বলে আখ্যা দিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।

তিনি বলেছেন, ‘আজকে যদি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বেঁচে থাকতেন তাহলে বাংলাদেশে ভোটারবিহীন নির্বাচন হতে পারতো না। সেজন্য ভাসানী বিএনপির আদর্শের প্রতীক। তাই মাওলানা ভাসানীর আদর্শে উজ্জীবিত হয়ে এই স্বৈরাচার সরকারের পতন ঘটানোর জন্য ভাসানীর আদর্শই একমাত্র পথ।’

গতকাল মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের সন্তোষে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর মাজার জিয়ারত শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

বরকত উল্লাহ বুলু বলেন, ‘বিএনপি জঙ্গিবাদ, আগুন সন্ত্রাস ও জ্বালাও-পোড়াওয়ে বিশ্বাস করে না। বিএনপি জনগণের জন্য, রাষ্ট্রের স্বার্থে ও জাতীর স্বার্থে রাজনীতি করে। দেশের স্বার্বভৌমত্বকে বিশ্বাস করে। তাই তো বেগম খালেদা জিয়া আর তারেক রহমানের ওপর এত নির্যাতন ও জুলুম অত্যাচারের পরও আমরা রাজপথে আছি এবং রাজপথেই থাকবো।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com