পাকিস্তান খেলতে যেতে সব সময়ই ভালো লাগে: তামিম
পাকিস্তানে যেতে সবসময়ই ভালো লাগে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবালের। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্লে-অফ খেলতে বর্তমানে করাচিতে আছেন তামিম।
লাহোর কালান্দার্সের হয়ে খেলছেন তিনি। আজ রাতে ফাইনালে করাচি কিংসের মুখোমুখি হবে তামিমের দল লাহোর। ফাইনালের আগে পাকিস্তানের সংবাদ মাধ্যম ক্রিকেট প্যাশনকে দেয়া এক সাক্ষাৎকারে সে দেশের সফর নিয়ে কথা বলেন তামিম।
তামিম বলেন, ‘পাকিস্তানে আসতে সব সময়ই আমার ভালো লাগে। তবে এখন সময়টা ভিন্ন। জৈব সুরক্ষিত পরিবেশে হোটেলে থাকতে হচ্ছে। শুধু নির্দিষ্টভাবে কিছু জায়গায় যেতে দেয়া হচ্ছে। বিষয়টি উপভোগ্য না হলেও নিয়ম তো মানতেই হবে। পাকিস্তান চমৎকার একটি দেশ, আমাদের দেশের মতোই এখানে ক্রিকেটের প্রচুর সমর্থক, তারা ক্রিকেট ভালোবাসে।’
অস্ট্রেলিয়ার ক্রিস লিনের পরিবর্তে পিএসএলের প্লে-অফে খেলার সুযোগ পেয়েছেন তামিম।
ইতোমধ্যে এলিমিনেটরে দু’টি ম্যাচে জিতে ফাইনালে তামিমের দল লাহোর। ব্যাট হাতে দু’ম্যাচে ১০ বলে ১৮ এবং ২০ বলে ৩০ রান করেন তামিম।
নিজ দল লাহোরের প্রশংসাও করেছেন তামিম, ‘লাহোর খুবই পেশাদার দল, বিশেষ করে এই পিএসএলে খুব ভালো করছে তারা। আশা করি, আমরা শিরোপা জিততে পারব। আমাদের দল খুব ভালো, বিশেষ করে বোলিংয়ে। আশা করি, ব্যাটসম্যানরাও একইভাবে অবদান রাখতে পারবে।’
করোনার কারনে মাঠে প্রবেশের অনুমতি নেই দর্শকদের। তাই পিএসএলে ম্যাচ খেলার সময় দর্শকদের উল্লাস মিস করছেন বলে জানান তামিম।
তিনি বলেন, ‘দর্শকহীন স্টেডিয়ামে খেলাটা ভিন্ন রকম। কারণ বাউন্ডারি মারার পর বা উইকেট শিকারের পর কোন উল্লাস নেই। কিন্তু জীবন এগিয়ে চলছে, তবে মানুষের নিরাপত্তা আগে। তবে সমর্থকরা অন্তত টেলিভিশনে তো খেলা দেখতে পাচ্ছে।’