আমিরাত বোর্ডকে ১০০ কোটি টাকা দিয়েছে বিসিসিআই

0

করোনাভাইরাসের কারণে নিজ দেশের বাইরে সংযুক্ত আরব আমিরাতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ত্রয়োদশ আসর করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

মরুর দেশে আইপিএল আয়োজনের জন্য আরব আমিরাত ক্রিকেট বোর্ডকে ১৪ মিলিয়ন ডলার দিয়েছে বিসিসিআই। যার পরিমাণ প্রায় ১০০ কোটি টাকা। এমন খবরই প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম।

এ বছর আইপিএল না হলে বিসিসিআই ক্ষতি হত প্রায় ৪ হাজার কোটি টাকা। কিন্তু মরুর দেশে আইপিএল হওয়ায় ক্ষতির মুখ থেকে বেঁচে যায় বিসিসিআই।

গেল ২৯ মার্চ থেকে আইপিএলের ত্রয়োদশ আসর শুরুর কথা ছিলো। কিন্তু ভারতে করোনা পরিস্থিতি ভয়াবহ রুপ নেয়ায়, সঠিক সময়ে শুরু হতে পারেনি আইপিএল। তবে অক্টোবরে নির্ধারিত থাকা অস্ট্রেলিয়ার মাটিতে টি-টুয়েন্টি বিশ্বকাপ বাতিল হয়ে যাওয়ায় আমিরাতে আইপিএল আয়োজনের সিদ্বান্ত নেয় বিসিসিআই।

১৯ সেপ্টেম্বর থেকে আরব আমিরাতে শুরু হয় আইপিএল। যা শেষ হয়, ১০ নভেম্বর। ৫৩ দিনে মোট ৬০টি ম্যাচ হয় আমিরাতে। ফাইনালে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে রেকর্ড পঞ্চমবার মত শিরোপা জিতে মুম্বাই ইন্ডিয়ান্স।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com