‘শিগগিরই বাংলাদেশের হিজড়া জনগোষ্ঠী পারিবারিক সম্পত্তির ভাগ পাবে’

0

শিগগিরই বাংলাদেশের হিজড়া জনগোষ্ঠী বা তৃতীয় লিঙ্গের মানুষ বাবা-মায়ের সম্পত্তির সমান ভাগ পাবে। বাংলাদেশের আইনমন্ত্রী রবিবার এই কথা বলেছেন।

হিজড়া জনগোষ্ঠীর জন্য সম্পত্তির অধিকার নিশ্চিত করতে সরকারের শীর্ষ পর্যায় থেকেও নির্দেশনা দেয়া হয়েছে। গত সোমবার মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই নির্দেশনা দিয়েছেন।

আইনমন্ত্রী আনিসুল হক বার্তা সংস্থা এএফপি’কে বলেছেন, আমরা ইসলামিক শরিয়া আইন মোতাবেক একটি আইন বাস্তবায়নের চেষ্টা করছি এবং আমাদের সংবিধান হিজড়া পরিবারের সদস্যের সম্পত্তি অধিকার নিশ্চিত করবে।

সংসদে বিলটি এখনও প্রস্তাব করা হয়নি তবে তারা এটি সহজেই পাস হবে বলে আশা করা হচ্ছে।

গত বছর বাংলাদেশে হিজড়াদের ভোট দেওয়ার জন্য নিবন্ধন করার অনুমতি দেয়া হয়। এছাড়া গত মাসে বাংলাদেশে প্রথম হিজড়াদের জন্য মাদরাসা চালু করা হয়।

অধিকার কর্মীরা এই পদক্ষেপকে স্বাগত জানালেও তাদের সংশয় এই আইন তাদের পরিবার থেকে মানা হবে কিনা।

হিজড়াদের অধিকার রক্ষার গ্রুপ সাদাকালোর প্রধান অনন্যা বনিক (৪০) বলেন, একজন কর্মী হিসেবে এই ইস্যু এখন ফোকাস হচ্ছে তাতে আমি খুশী। তবে এটা বৈধতা পাওয়ার চেয়ে পুরো সমাজের এটি পরিবর্তন আনা প্রয়োজন। ইয়াহু

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com