বিক্ষোভের মুখে পেরুর অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের পদত্যাগ

0

সরকারবিরোধী আন্দোলনে দুই বিক্ষোভকারীর মৃত্যুর পর দক্ষিণ আমেরিকার দেশ পেরুর অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ম্যানুয়েল মেরিনো পদত্যাগ করেছেন। রবিবার তিনি পদত্যাগ করেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন।

আরেক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, দায়িত্ব গ্রহণের এক সপ্তাহেরও কম সময়ের মাথায় পদত্যাগ করেছেন ম্যানুয়েল মেরিনো। মাত্র পাঁচ দিন অফিস করেছেন তিনি। ম্যানুয়েল মেরিনো-র পদত্যাগের দাবিতে বিক্ষোভের একদিনের মাথায় পদত্যাগের ঘোষণা দেন তিনি। 

ওই বিক্ষোভ দমনে অ্যাকশনে গিয়েছিল পুলিশ। তবে দুই বিক্ষোভকারী নিহত এবং আরও কয়েক ডজন আন্দোলনকারী আহত হওয়ার ঘটনায় সমালোচনার মুখে পড়েন মেরিনো। সমালোচনার মুখে রবিবার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে পদত্যাগের ঘোষণা দেন তিনি। ম্যানুয়েল মেরিনো বলেন, ‘পুরো দেশকে জানাতে চাই যে, আমি পদত্যাগ করছি।’

একইসঙ্গে নিজের পদত্যাগের সিদ্ধান্তে অনড় থাকার কথা জানিয়ে দেশবাসীর প্রতি শান্তি ও জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানান তিনি।

মঙ্গলবার পেরুর অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব নেন ম্যানুয়েল মেরিনো। তার পূর্বসূরি মার্টিন ভিজকারার বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ উঠলে তাকে অপসারণের পক্ষে রায় দেয় দেশটির বিরোধী দল নিয়ন্ত্রিত কংগ্রেস। তবে নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন ভিজকারা।

ভিজকারার পদত্যাগের পর দায়িত্ব নিয়ে বিক্ষোভের মুখে পড়েন ম্যানুয়েল মেরিনো। আন্দোলনকারীরা বলছেন, পার্লামেন্টারি ক্যু-র মধ্য দিয়ে ক্ষমতায় এসেছেন মেরিনো। ফলে তার পদত্যাগের দাবিতে রাজপথে জোরালো অবস্থান নেয় তারা। শনিবার রাত পর্যন্ত বিক্ষোভ মোটাদাগে শান্তিপূর্ণ ছিল। 

তবে এক পর্যায়ে নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের ওপর শক্তি প্রয়োগ করলে পরিস্থিতি বদলে যেতে শুরু করে। দায়িত্ব গ্রহণের পাঁচ দিনের মাথায় পদত্যাগের ঘোষণা দেন ম্যানুয়েল মেরিনো।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com