সন্ত্রাসে জড়িত থাকার দায়ে ভারতকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে: ইমরান খান

0

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, পাকিস্তানে সন্ত্রাসী হামলা চালানো ও হাজার হাজার নিরীহ-নিরাপরাধ পাকিস্তানীকে হত্যার দায়ে ভারতকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে। পাশাপাশি রাষ্ট্রীয় মদতে পরিচালিত ভারতের সন্ত্রাসী কর্মকাণ্ড চিরতরে বন্ধ করতে বিশ্বকে কাজ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সংবাদ সম্মেলন করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি ও পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল বাবর ইফতেখার। সেখানে তারা সন্ত্রাসে নয়া দিল্লির জড়িত থাকার ও পৃষ্ঠপোষকতার অকাট্য প্রমাণ স্বরূপ বিভিন্ন দলিল উপস্থাপন করেন। এরপরই শনিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সন্ত্রাসবাদে জড়িত থাকার দায়ে ভারতকে বিচারের মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দেয়া এক বার্তায় প্রধানমন্ত্রী ইমরান খান বলেন,‘রাষ্ট্রীয় মদত ও পৃষ্ঠপোষকতায় পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসবাদে ভারতের জড়িত থাকার অকাট্য তথ্যপ্রমাণ আমরা উপস্থাপন করেছি। পাকিস্তানের ভিতরে রাষ্ট্রীয়ভাবে ভারতের সরাসরি জড়িত থাকার বিষয়ে এসব তথ্যপ্রমাণ বিশ্বের সকল দেশের কাছে পৌঁছে দেয়া হয়েছে। এসব প্রমাণ পাওয়ার পরও ভারতের এই রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের বিষয়ে বাকি বিশ্ব উদাসীন বা চুপ করে বসে থাকতে পারে না।’

তিনি বলেন, ভারতীয় এই সন্ত্রাসবাদ বন্ধ করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে নয়া দিল্লিকে বাধ্য করতে হবে। পাশাপাশি হাজার হাজার নিরীহ-নিরাপরাধ পাকিস্তনী জনসাধারণকে হত্যার জন্য ভারতকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে ভূমিকা রাখতে হবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com