মিয়ানমারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করছে আরব আমিরাত

0

কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার লক্ষ্যে যৌথ চুক্তি সই করছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও মিয়ানমার। 

জাতিসংঘে আরব আমিরাতের স্থায়ী প্রতিনিধি লানা জাকি নুসেইবেহ ও তার মিয়ানমারের প্রতিপক্ষ কিয়াউ মুই তুন চুক্তিতে সই করেন।

যৌথ চুক্তিতে দুই দেশের অভিন্ন স্বার্থের উপর জোর দেয়া হয়েছে। পাশপাশি রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক পর্যায়ে বন্ধুত্ব ও পারস্পরিক সহযেগিতা জোরদার ও পারস্পরিক বোঝাপড়ার আহ্বান জানানো হয়েছে। 

চুক্তি সই অনুষ্ঠানে নুসেইবেহ বলেন যে অভিন্ন স্বার্থ ও অগ্রাধিকারের ভিত্তিতে মিয়ানমারের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আগ্রহী আরব আমিরাত।

অনুষ্ঠানে কূটনীতিকরা জাতিসংঘে দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতার ‍সুযোগ নিয়ে আলোচনা করেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com