বৈরি আবহাওয়ার কারণে খোকার কুলখানির তারিখ পরিবর্তন
সদ্য প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ও অবিভক্ত ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার কুলখানি আগামীকাল রোববার হওয়ার কথা ছিলো। কিন্তু বৈরি আবহাওয়ার কারণে তারিখ পরিবর্তন করা হয়েছে। রোববারের পরিবর্তে ১৫ই নভেম্বর শুক্রবার কুলখানি করার সিদ্ধান্ত নিয়েছে তার পরিবার।
১৫ই নভেম্বর ব্রাদার্স ইউনিয়ন ক্লাব মাঠে বাদ আসর মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। সাদেক হোসেন খোকার ছেলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, বৈরী আবহাওয়ার সংকেত পাওয়ায় তারিখ পরিবর্তন করা হয়েছে।
গত ৪ঠ নভেম্বর নিউইয়র্কে চিকিৎসাধীন অবস্থায় বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা মারা যান। সেখানে প্রথম দফা জানাজা শেষে গত বৃহস্পতিবার এমিরাটস এয়ারলাইন্সের একটি বিমানে তার মরদেহ দেশে আনা হয়।
লাখো মানুষের শ্রদ্ধা ও ভালবাসায় সিক্ত হয়ে চার দফা জানাজা শেষে তাকে জুরাইন কবরস্থানে বাবা-মায়ের পাশে অন্তিম শয্যায় শায়িত করা হয়।