বাবরি মসজিদ রায়: একমাত্র মুসলমান বিচাপতি কে এই আবদুল নাজির

0

ভারতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈর নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের বেঞ্চ শনিবার বাবরি মসজিদ মামলার রায় দিয়েছেন।

পাঁচ সদস্যের মধ্যে একমাত্র মুসলমান বিচারপতি হচ্ছেন আবদুল নাজির। ১৯৮৩ সালের ফেব্রুয়ারিতে তিনি আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।

এরপর টানা ২০ বছর তিনি কর্নাটক হাইকোর্টে আইন পেশায় নিয়োজিত ছিলেন।

২০০৩ সালের ফেব্রুয়ারিতে তিনি একজন অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান। ওই বছরেই তিনি স্থায়ী বিচারক হিসেবে নিয়োগ পান।

২০১৭ সালের ১৭ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের বিচারক মনোনীত হন তিনি। এ বছরের আগস্টে পত্রিকার শিরোনামে আসেন তিনি।

তখনকার প্রধান বিচারপতি জেএস খেহারসহ যে বেঞ্চ মুসলমানদের তিন তালাক প্রথাকে নৈতিকতাবিরোধী ধর্মতত্ত্ব বলে আখ্যায়িত করেন, সেখানেও একমাত্র মুসলিম বিচারক ছিলেন আবদুল নাজির।

কিন্তু সুপ্রিম কোর্ট ব্যক্তিগত আইনে হস্তক্ষেপ করতে পারে না। পরবর্তীতে ভারতের কেন্দ্রীয় সরকার আইনপ্রণয়ন করে চূড়ান্তভাবে তিন তালাক প্রথা নিষিদ্ধ করেন।

বেঞ্চের অন্য সদস্যরা হলেন, বিচারপতি এসএ বোবডি, ডিওয়াই চন্দ্রাচুড, অশোক ভুষান।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com