জাতিসংঘে মার্কিন দূত হতে পারেন হিলারি

0

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের স্ত্রী হিলারি ক্লিনটন জাতিসংঘে মার্কিন দূত হতে পারেন। বারাক ওবামার মেয়াদে তিনি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী। এরপর ট্রাম্পের সঙ্গে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান তিনি। গত শুক্রবার ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, সবকিছু ঠিক থাকলে আগামী ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন জো বাইডেন। এরপরই হিলারিকে জাতিসংঘে মার্কিন দূত হিসেবে নিয়োগ দিতে পারেন। এরই মধ্যে বাইডেন তার করোনাভাইরাস টাস্কফোর্সের সদস্য কারা হবেন, তা নির্ধারণ শুরু করেছেন। আগামী জানুয়ারির মধ্যেই নিজের মন্ত্রিসভার সদস্য কারা হবেন তাও চূড়ান্ত করবেন তিনি। সূত্র বলছে, জাতিসংঘে মার্কিন দূতের পদটি বাইডেনের প্রশাসনের গুরুত্ব তুলে ধরার উপায় হতে পারে। বিশ্বমঞ্চে আমেরিকার ভূমিকা এবং বৈশ্বিক সহযোগিতার ক্ষেত্রে হিলারির এই নিয়োগ খোদ জাতিসংঘের জন্যও মর্যাদা বৃদ্ধি করবে। মার্কিন সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বাইডেন তার জাতীয় নিরাপত্তা টিম গঠনের জন্য ওবামা আমলের সুপরিচিত কয়েকটি মুখকে ফিরিয়ে আনতে পারেন। এ ছাড়া ট্রাম্প মার্কিন পররাষ্ট্রনীতিতে যে ক্ষতি করেছেন তা পুনরুদ্ধারের  চেষ্টা করবেন বাইডেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com