দুর্নীতি ও দুর্বৃত্তায়ন ক্যান্সারে পরিণত হয়েছে: মোস্তফা

0

স্বাধীনতার ৪৯ বছরে ক্রমান্বয়ে দুর্নীতি ও দুর্বৃত্তায়ন আজ ভয়াবহ ক্যান্সারে পরিণত হয়েছে মন্তব্য করে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ মহাসচিব বলেন, ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এই ভয়াবহ ক্যান্সার থেকে জাতিকে মুক্তি দিতে আমাদের লড়াই-সংগ্রামের শপথ নিতে হবে।’

শনিবার (১৪ নভেম্বর) জাতীয় প্রেসক্লাব কনফারেন্স লাউঞ্জে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম আয়োজিত ‘গণতন্ত্রহীন সমাজ ব্যবস্থা থেকেই দু:শাসন এবং অরাজকতা : উত্তরনের উপায় কি?’ শীর্ষক আলোচনা সভায় অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ন্যাপ মহাসচিব বলেন, ‘গণতন্ত্রহীন উন্নয়ন জনগণকে তুষ্ট করতে পারে না। ক্ষমতাসীনদের এই ঢোল পেটানো ‘উন্নয়নের’ মডেল কতটা জনগণের স্বার্থে তা ভাবতে হবে। এই উন্নয়ন মুষ্টিমেয় লুটেরা বিত্তবানদের স্বার্থে পরিচালিত হচ্ছে। মুষ্টিমেয় কিছু লোকের হাতে বিপুল সম্পদ জমা হওয়াটা ‘উন্নয়ন’ প্রক্রিয়ারই একটি ধাপ।’

তিনি আরও বলেন, ‘মার্কার রাজনীতি থেকে জনগণকে মুক্ত হতে হবে। অন্যথায় দেশ ও জাতিকে লুটেরাগোষ্টির কালো থাবা থেকে মুক্ত করা সম্ভব হবে না। দেশ-জনগণ ও গণতন্ত্রের স্বার্থে নতুন শক্তির উন্মেষ ঘটাতে হবে। স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে আমাদের নতুন করে ভাবতে হবে। জনগণের সামনে নতুন স্বপ্ন নিয়ে আমাদের হাজির হতে হবে। তাহলেই পরিবর্তন সম্ভব।’

এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজের সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন বাংলাদেশ কংগ্রেস মহাসচিব অ্যাডভোকেট মো. ইয়ারুল ইসলাম, জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা, প্রগতিশীল জাতীয়তাবাদী দল-পিডিপির ভারপ্রাপ্ত মহাসচিব কাজী আদনান তাজিম, এনডিএম যুগ্ম মহাসচিব মোমিনুল আমিন, সাংগঠনিক সম্পাদক মো. নুরুজ্জামান হীরা, কেন্দ্রীয় নেতা শাহাদাত হোসেন, ইমরান চৌধুরী, ইয়াসিন হাওলাদার, তরিকুল ইসলাম মজুমদার, ছাত্রনেতা মাসুদ রানা জুয়েল প্রমুখ।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com