শিগগিরই ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে পম্পেও: ইরান

0

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ইরানের ব্যাপারে যে অশোভন টুইট করেছেন তার প্রতিক্রিয়ায় তেহরান বলেছে, ব্যর্থতার বিশাল বোঝা কাঁধে নিয়ে অচিরেই পম্পেওকে ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হতে হবে।

মাইক পম্পেও এক টুইটার বার্তায় ইরানের বিরুদ্ধে তার পুরোনো অভিযোগগুলোর পুনরাবৃত্তি করে ইরানের নির্বাচনি ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছিলেন।

এর জবাবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে এক টুইটার বার্তায় লিখেছেন, একথা সহজেই অনুমেয় যে, আড়াই বছর ধরে একের পর এক লজ্জাজনক ব্যর্থতা শেষে যখন পম্পেওকে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় ত্যাগ করতে হচ্ছে তখন তার মেজাজ খারাপ থাকাটাই স্বাভাবিক।  

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, তার দেশের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতি ব্যর্থ হয়েছে। সেইসঙ্গে পরাজিত হয়েছে এই নীতির ভিত্তি স্থাপনকারী আইন ভঙ্গকারী গুণ্ডারা।

তিনি আরো বলেন, এমন সময় ব্যর্থতার বিশাল দায়ভার নিয়ে ট্রাম্প প্রশাসনকে ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হতে হচ্ছে যখন ইরানি জনগণ আগের মতো বুক ফুলিয়ে সম্মানজনক জীবনযাপন করছে

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com