ফিলিস্তিন ইস্যু নিরসন না করা পর্যন্ত ইসরাইলকে স্বীকৃতি দেবেনা পাকিস্তান: ইমরান খান

0

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, কয়েক দশক ধরে চলমান ফিলিস্তিনী ইস্যুটির ন্যায়সঙ্গত নিষ্পত্তি না হওয়া পাকিস্তান কখনোই ইহুদিবাদী ইসরায়েলকে স্বীকৃতি দেবে না। যদিও আমরা ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার জন্য চাপের মধ্যে রয়েছি।

(১২ নভেম্বর) রাতে প্রচারিত স্থানীয় একটি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন প্রধানমন্ত্রী ইমরান খান। এসময় তিনি ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার জন্য যে দেশগুলো পাকিস্তানের উপর চাপ প্রয়োগ করছে তাদের নাম উল্লেখ করতে অস্বীকৃতি জানান।

ইমরান খান পাকিস্তানের স্থপতি মোহাম্মদ আলী জিন্নাহর কথা উল্লেখ করেন যিনি ইসরাইলকে বারবার স্বীকৃতি জানাতে অস্বীকার করেছিলেন। এরপর ইমরান খান বলেন, জিন্নাহর পদাঙ্ক অনুসরণ করবে পাকিস্তান।

এসময় তিনি বার বার এটা পরিষ্কার করে দিয়েছেন যে, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে তার দ্বিতীয় চিন্তা কোন নেই।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com