পিএসএলের প্লে-অফ খেলতে আজ নামবেন তামিম

0

আজ শনিবার পাকিস্তান সুপার লিগের (পিএসএল) বাকি প্লে-অফ শুরু হচ্ছে। কোয়ালিফাইয়ারে মুখোমুখি হবে মুলতান সুলতান ও করাচি কিংস। আর প্রথম এলিমিনেটরে লড়বে লাহোর কালান্দার্স ও পেশোয়ার জালমি। লাহেরের হয়ে মাঠে নামবেন তামিম। লাহোরের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে।

পিএসএলের প্লে-অফে খেলতে গত ১১ অক্টোবর পাকিস্তানে পৌঁছান তামিম। সেখানে দুদিনের কোয়ারেন্টাইন শেষে লাহোরের হয়ে একটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলেন তামিম। ঐ ম্যাচে প্রতিপক্ষ মুলতান সুলতানসের হয়ে ৩৮ বলে ৩৭ রান করেন তামিম।

অস্ট্রেলিয়ার ক্রিস লিনের পরিবর্তে প্লে-অফে লাহোর কালান্দার্সের হয়ে খেলার সুযোগ পান তামিম। তামিম ছাড়াও পিএসএলের প্লে-অফে বাংলাদেশ থেকে মুলতান সুলতানসের হয়ে খেলার কথা ছিলো মাহমুদুল্লাহ রিয়াদের। কিন্তু করোনায় আক্রান্ত হয়েছেন তিনি। তার পরিবর্তে ইংল্যান্ডের মঈন আলীকে দলে নিয়েছে মুলতান।

গত মার্চে করোনাভাইরাসের কারনে পিএসএল মাঝপথে বন্ধ হয়ে যায়। বন্ধ হবার আগে শুধুমাত্র প্লে-অফের খেলাই বাকি ছিলো। প্লে-অফে উঠেছিলো মুলতান সুলতান, করাচি কিংস, লাহোর ও পেশোয়ার।

লিগ পর্বে ১০ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে লিগের সেরা হয় মুলতান। ১১ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থান পায় করাচি। ১০ পয়েন্ট নিয়ে তৃতীয় হয় তামিমের লাহোর। ১ পয়েন্ট নিয়ে চতুর্থ হয় পেশোয়ার।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com