ডাচদের মাঠে স্পেনের ড্র
সমতায় শেষ হল নেদারল্যান্ডস ও স্পেনের খেলা। আমস্টারডামের ইয়োহান ক্রুইফ অ্যারেনায় বুধবার রাতের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। সের্হিও কানালেসের গোলে স্পেন এগিয়ে যাওয়ার পর সমতা টানেন ডনি ফন ডি বিক।
আমস্টারডামের ইয়োহান ক্রুইফ অ্যারেনায় বুধবার রাতের প্রীতি ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। সের্হিও কানালেসের গোলে স্পেন এগিয়ে যাওয়ার পর সমতা টানেন ডনি ফন ডি বিক।
ম্যাচের ১৮তম মিনিটে আলভারো মোরাতা ও কানালেসের বোঝাপড়ায় এগিয়ে যায় স্পেন। জুভেন্টাসের ফরোয়ার্ডের দারুণ পাস ধরে ডি-বক্সে ঢুকে কোনাকুনি শটে বল জালে পাঠান কানালেস। জাতীয় দলের হয়ে রিয়াল বেতিস মিডফিল্ডারের এটি প্রথম গোল।
দ্বিতীয়ার্ধের শুরুতে গোছানো এক আক্রমণে সমতা টানে নেদারল্যান্ডস। বাঁ দিক থেকে ওয়েন ভিনডালের ডি-বক্সে বাড়ানো ক্রস প্রতিপক্ষ ক্লিয়ার করতে ব্যর্থ হলে ফাঁকায় বল পেয়ে যান ফন ডি বিক। কোনাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করেন ম্যানচেস্টার মিডফিল্ডার।
নেশন্স লিগে আগামী শনিবার সুইজারল্যান্ডের মাঠে খেলবে স্পেন। পরদিন নেদারল্যান্ডস ঘরের মাঠে খেলবে বসনিয়া-হার্জেগোভিনার মাঠে।