পুলিশের কে সেই ‘সিনিয়র অফিসার’?

0

সিলেটে পুলিশ ফাঁড়িতে নির্যাতনে রায়হান আহমদ নিহতের প্রায় এক মাস পর এই ঘটনার প্রধান অভিযুক্ত বহিষ্কৃত এসআই আকবর হোসেন ভূঁইয়াকে আটক করা হয়েছে।

সোমবার সকালে তাকে আটকের পর ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, আটককারীদের একজনের প্রশ্নের জবাবে এসআই আকবর বলেন, ‘আমাকে সিনিয়র অফিসার বলছিলো, তুমি আপাতত পালাইয়া যাও, পরে আইসো। দুই মাস পরে মোটামুটি সব ঠাণ্ডা হয়ে যাবে।’

এরপর থেকে প্রশ্ন উঠেছে, কে সেই সিনিয়র অফিসার, যিনি আকবরকে পালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন?

কানাইঘাট থেকে আকবরকে সিলেটে নিয়ে আসার পর সোমবার সন্ধ্যায় নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন। এসময় ‘সিনিয়র অফিসারের’ বিষয়ে সাংবাদিকরা জানতে চান পুলিশ সুপারের কাছে।

জবাবে ফরিদ উদ্দিন বলেন, ‘আকবর যেসব জায়গায় পালিয়ে ছিলেন বলে জানা গেছে সেখানে যারাই তাদের সহযোগিতা করেছে তাদের আইনের আওতায় আনা হয়েছে। পুলিশের কেউ যদি সহযোগিতা করে থাকে তবে তাকেও আইনের আওতায় আনা হবে।’

তিনি বলেন, ‘এটা হবে দুই প্রক্রিয়ায়। একটি হচ্ছে মামলার তদন্তের মাধ্যমে। পিবিআই এই মামলার তদন্ত করছে। তদন্তে তারা কারো সম্পৃক্ততা পেলে তাকে আইনের আওতায় আনবে। এছাড়া পুলিশের আইজিপি তদন্ত কমিটি করে দিয়েছেন। এই তদন্ত কমিটি যদি রায়হানের পালানোর সাথে কোনো পুলিশ কর্মকর্তার সম্পৃক্ততা পায় তবে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com