ফিলিস্তিনে সহায়তা ফের চালু ও ইসরাইলের দখলদারিত্ব সমর্থন না করার ঘোষণা কমলার

0

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জামাতা জ্যারেড কুশনারের কথিত শান্তি প্রক্রিয়া ফিলিস্তিনিদের মেনে নিতে বাধ্য করতে তাদের সব ধরনের সাহায্য-সহযোগিতা বন্ধ করে দিয়েছিলেন। এমনকি ফিলিস্তিনিদের চাপে রাখতে সব ধরনের মানবিক ত্রাণ সহায়তাও বন্ধ করে দেয়া হয়।

তবে নবনির্বাচিত মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ট্রাম্পের বন্ধ করা ওইসব মানবিক ত্রাণ সহায়তা জো বাইডেনের সরকার পুনরায় চালু করবে বলে আশ্বাস দিয়েছেন। খবর জেরুজালেম পোস্টের।

ডেমোক্র্যাটিক দলের এ নেত্রী রোববার দ্য আরব আমেরিকান নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন।

তিনি আরও বলেন, তার সরকার কোনোভাবেই ট্রাম্পের একপেশে নীতি সমর্থন করবে না। ফিলিস্তিনিদের সঙ্গে আবারও শান্তি আলোচনা শুরু করবে বাইডেন সরকার।

সেই সাথে ইহুদিবাদি সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের দখলদারিত্বকেও ডেমোক্র্যাট সরকার সমর্থন করবে না বলে জানান কমলা।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com