যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় জোসেফ রবিনেট বাইডেনকে অভিনন্দন বিএনপির

0

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় জোসেফ রবিনেট বাইডেনকে অভিনন্দন জানিয়েছে বিএনপি।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে এই অভিনন্দন জানান।

বিবৃতিতে বিএনপি বলেছে, জোসেফ রবিনেট বাইডেন যুক্তরাষ্ট্রের ৪৬তম নির্বাচিত হওয়ায় বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরালো ও শক্তিশালী হবে এবং বিশ্বে শান্তি ও গণতন্ত্রায়ন প্রক্রিয়া তরান্বিত করতে গুরুত্বপুর্ণ ভুমিকা রাখবে। বাংলাদেশের জনগন ও বিএনপি যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ককে গুরুত্ব দেয়।

দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এবং চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বের সরকারের আমলে দুই বন্ধুপ্রতিম দেশের মধ্যকার গভীরতর সম্পর্কের কথা উল্লেখ করে বিবৃতিতে আশাবাদ ব্যক্ত করা হয় যে, জো বাইডেন এর বিজয়ের মাধ্যমে সেই ধারা অক্ষুন্ন থাকবে।

বিবৃতিতে নবনির্বাচিত প্রেসিডেন্টের সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন বিএনপির নেতৃত্ব।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com