বাংলাদেশি অভিনেত্রীকে ‘একরাত সঙ্গ’ দেয়ার কুপ্রস্তাব কলকাতার পরিচালকের!

0

লিউডের এক পরিচালের বিরুদ্ধে কুপ্রস্তাব দেয়ার অভিযোগ তুলেছেন বাংলাদেশি অভিনেত্রী শান্তা পাল। 

হোটেলে দেখা করলে এবং একরাত সঙ্গ দিলে কলকাতার ছবিতে নায়িকা হওয়ার সুযোগ দেয়া হবে- পরিচালক এমন প্রস্তাব দিয়েছেন বলে অভিযোগ অভিনেত্রীর। 

এ নিয়ে শান্তা বলেন, ‘পরিচালকের সঙ্গে আমার আগে আলাপ হয়নি। উনিই প্রথম মেসেঞ্জারে আমার সঙ্গে যোগাযোগ করেন। যদিও আমি ওনাকে প্রথমে চিনতে পারিনি।’

তিনি বলেন, ‘তখন ওই পরিচালক আমাকে গুগল সার্চ করে ‘রাজা রানী রাজি’, ‘পাগলু’, ‘বিন্দাস’, ‘নাকাব’সহ বেশ কিছু জনপ্রিয় ছবি দেখতে বলেন। উনার পুরনো ছবির শুটিংয়ের কয়েকটা ছবিও আমাকে পাঠান। এরপর উনার সঙ্গে আমার কথা হয়।’

তবে কলকাতার সেই পরিচালকের নাম কিংবা পরিচয় প্রকাশ করেননি শান্তা। 

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.