রিজভীর মামলায় গাঙ্গুলি-কোহলি-তামান্নাকে আইনি নোটিশ
অনলাইনে জুয়া খেলার অ্যাপ প্রচারের অভিযোগে ‘বাহুবলী’ ছবির নায়িকা তামান্না ভাটিয়া, ভারতীয় জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি, ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের প্রধান সৌরভ গাঙ্গুলিসহ ৫ জনের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছে ভারতের মাদ্রাজ হাইকোর্টের মাদুরাই বেঞ্চ।
নোটিশ পাওয়া অপর দুজন হলেন- ‘বাহুবলী’ ছবির তারকা অভিনেতা রানা দাগ্গুবতী ও ভার্সেটাইল অভিনেতা প্রকাশ রাজ।
বিচারপতি এন কিরুবাকরন ও বি পুগালেন্ধির সমন্বয়ে গঠিত মাদ্রাজ হাইকোর্টের মাদুরাই বেঞ্চ এ নোটিশ পাঠান। নোটিশে প্রত্যেকের বিরুদ্ধে অনলাইনে জুয়া খেলার অ্যাপ প্রচারের অভিযোগ আনা হয়েছে।
এর আগে জুয়া খেলার অ্যাপ প্রচারের অভিযোগে জনস্বার্থে মাদ্রাজ হাইকোর্টে এ সংক্রান্ত মামলা দায়ের করেন অ্যাডভোকেট মোহাম্মদ রিজভী।
মামলার অভিযোগে বলা হয়, বিরাট কোহলি, সৌরভ গাঙ্গুলি, প্রকাশ রাজ, তামান্না ভাটিয়া ও রানা দাগ্গুবতীসহ খ্যাতনামা ব্যক্তিরা অনলাইনে জুয়ার প্রচার করছেন।
তেলেঙ্গানায় অনলাইনে জুয়া গেমস নিষিদ্ধ। তাই মাদ্রাজ হাইকোর্ট তামিলনাড়ু সরকারকে এ জাতীয় অনলাইন গেমগুলোর ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।
মামলার বাদী অ্যাডভোকেট রিজভী আরও অভিযোগ আরও জানান, অনলাইন গেম অ্যাপ ব্যবহার করে তেলেঙ্গানা রাজ্যের কিছু যুবক নিঃস্ব হয়ে আত্মহত্যার ঘটনার পর এ মামলা করা হয়।
গত ৩ নভেম্বর মাদ্রাজ হাইকোর্টের মাদুরাই বেঞ্চে এ আবেদনের শুনানি হলে আদালত এসব তারকাদের নামে নোটিশ জারি করেন।