লিভারপুলের গোল উৎসব
চ্যাম্পিয়নস লীগে আতালান্তাকে তাদেরই মাঠে বিশাল ব্যবধানে উড়িয়ে দিল লিভারপুল। মঙ্গলবার রাতে ‘ডি’ গ্রুপের ম্যাচে ৫-০ গোলে জিতেছে ইয়ুর্গেন ক্লপের জয়।
ম্যাচের ১৬তম মিনিটে তাদের এগিয়ে নেন দিয়াগো জোতা। ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের কাছ থেকে বল পেয়ে লেগে থাকা ডিফেন্ডারকে এড়িয়ে চমৎকার চিপে জাল খুঁজে নেন তরুণ পর্তুগিজ ফরোয়ার্ড।
৩৩তম মিনিটে দুর্দান্ত ফিনিশিংয়ে ব্যবধান দ্বিগুণ করেন জোতা। মাঝমাঠ থেকে জো গোমেজের উঁচু করে বাড়ানো বল বাঁ পায়ে রিসিভ করে ঘুরে ডান পায়ের শটে কাছের পোস্ট ঘেঁষে ঠিকানা খুঁজে নেন তিনি।
বিরতির পর ৪৭তম মিনিটে আতালান্তার কর্নার থেকে মাঝমাঠে বল পেয়ে দ্রুত এগিয়ে গিয়ে গোলরক্ষককে পরাস্ত করে জাল খুঁজে নেন মিশরের ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ।
দুই মিনিট পর স্কোরলাইন ৪-০ করেন সাদিও মানে। সালাহর কাছ থেকে বল পেয়ে আগুয়ান কিপারের ওপর দিয়ে দারুণ চিপে ঠিকানা খুঁজে নেন সেনেগালের ফরোয়ার্ড।
৫৪তম মিনিটে আরেকটি প্রতি-আক্রমণে হ্যাটট্রিক পূরণ করেন জোতা গড়ানো শটে ফাঁকা জালে বল পাঠান জোতা।
বাকি সময়েও প্রাণবন্ত ফুটবল খেলেছে দু’দল। তৈরি করেছে খুব ভালো সুযোগও। কিন্তু আর বল জালে পাঠাতে পারেনি কেউই।