মার্কিন নির্বাচনে ভোট দিলেন শিশির

0

বিশ্বের সবচেয়ে ক্ষমতাসীন রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রে চলছে প্রেসিডেন্ট নির্বাচন। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল থেকেই শুরু হয়েছে নির্বাচনের ভোট প্রদান। যুক্তরাষ্ট্রের নাগরিক হওয়ায় নির্বাচনে ভোট প্রদান করেছেন বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের স্ত্রী উম্মে আহমেদ শিশির।

আজ দুপুরে উইসকনসিনে নিজের ভোট দিয়ে ভক্তদের সাথে বিষয়টি ভাগাভাগি করেন সাকিব পত্নী। ভোট দিয়ে ফেসবুক একাউন্ট থেকে নিজের হাতে নির্বাচনের একটি স্টিকারযুক্ত ছবি পোস্ট করে শিশির লেখেন ‘ইলেকশন ডে, আমি আমার ভোট দিয়েছি।’

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে এরইমধ্যেই আগাম ভোট দিয়েছেন ৯ কোটির বেশি ভোটার। আশা করা হচ্ছে, আজ আরো কমপক্ষে আট-নয় কোটি মানুষ ভোট দেবেন। 

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com