উইন্ডিজের জন্য কোয়ারেন্টিন শর্ত সহজ করতে চায় বিসিবি

0

জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের। সব কিছু ঠিক থাকলে এই সফর দিয়ে ১১ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারে বাংলাদেশ। চলতি বছর ফেব্রুয়ারিতে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছে টাইগাররা। অক্টোবরে সুযোগ এসেছিল শ্রীলঙ্কা সফরে যাওয়ার। কিন্তু লঙ্কান সরকার তাদের কঠিন কোয়ারেন্টির শর্ত থেকে সরে আসেনি। সফরে মুমিনুল হকের দলকে ১৪ দিন বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতেই হতো। তাই সফরে না যাওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অন্যদিকে উইন্ডিজ দলের সফরেও থাকবে কোয়ারেন্টিনের একই জটিলতা।

বাংলাদেশ সরকারের নিয়মেও রয়েছে ১৪ দিনের কোয়ারেন্টিনের শর্ত। তবে বেশ কয়েকটি সূত্রে জানা গেছে বিসিবি চাইছে সফরকারী উইন্ডিজ দলের জন্য কোয়ারেন্টিন শর্ত সহজ করতে। সফরকারীদের জন্য ৭ দিন কোয়ারেন্টিনের প্রস্তাব রেখে সরকারের কাছে অনুমতি চাইবে বিসিবি। এছাড়াও সিরিজ সামনে রেখে তৈরি করা হয়েছে একটি গাইডলাইন। যা পাঠানো হবে সরকারের স্বাস্থ্য ও ত্রীড়া মন্ত্রণালয়ে।

এই বিষয়ে বিসিবির সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘আমরা সফরকে কেন্দ্র করে একটি গাইডলাইন তৈরি করেছি। যা নিয়ে কাজও হচ্ছে। আমরা  কোয়ারেন্টিনসহ যাবতীয় বিষয় নিয়ে সরকারের কাছে একটি গাইডলাইন চেয়ে চিঠি পাঠাবো। যা হবে সরকারের অনুমতি ও ইচ্ছাতে স্বাস্থ্যবিধি মেনেই করা হবে। তাই কোয়ারেন্টিন ৭ দিন নাকি তার বেশি বা কম তা নিয়ে এখনই মন্তব্য করার সুযোগ নেই।’
এরই মধ্যে শীত মৌসুমকে মামনে রেখে বিশ্বের অনেক দেশই ফের লকডাউনে যাচ্ছে। করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ নিয়ে বিশ্বজুড়েই চলছে নানা আতঙ্ক। বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। ক্যারিবীয়রা যে সময়টাতে সফরে আসবে তখন এই দেশে থাকবে শীত। করোনা পরিস্থিতি কী হয় তাও বলা কঠিন। ওই সিরিজ ঘিরে সরকারের করণীয় কী হবে! যদিও সম্প্রতি ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল জানিয়েছেন আন্তর্জাতিক খেলা ফেরাতে সরকার সম্ভব সব করবে। অন্যদিকে এ বিষয়ে জাতীয় ক্রীড়া পরিষধের (এনএসসি) সচিব মাসুদ করিম বলেন, ‘কোভিড-১৯ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকারের স্বাস্থ্যমন্ত্রণালয়। আমরা এরই মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি পরিপত্র সকল ক্রীড়া ফেডারেশন ও অ্যাসোসিয়েশনকে পাঠিয়ে দিয়েছি। সরকারের স্বাস্থ্যবিধি মেনেই প্রতিটি খেলাধুলা চলবে বাংলাদেশে। তবে বিশেষ কিছু থাকলে সেটি হবে নতুন করে আলোচনার বিষয়। যদি ওয়েস্ট ইন্ডিজ দলের সফর নিয়ে বিসিবির কোনো স্বাস্থ্যপরিকল্পনা থাকে তা সংশ্নিষ্ট মন্ত্রণালয়ে যাবে। আমাদের ক্রীড়া মন্ত্রণালয়ও সেই বিষয়ে আলোচনা করবে। তবে এটি বলতে পারি সবার আগে দেশের নিরাপত্তা। আমরা যে সিদ্ধান্তই নেই না কেন সেটিতে সরকারের অনুমতি প্রয়োজন হবে। কোনো ক্ষতি না হয় সে দিকেও খেয়াল রাখা হবে।’
অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ সফরকে কেন্দ্র করে সফরকারী দলের ক্রিকেটার থেকে শুরু করে বিদেশি ম্যাচ অফিসিয়াল ও ব্রডকাস্ট সংশ্লিষ্টদের জন্য একটি স্বাস্থ্যবিধি তৈরি করেছে বিসিবি। যা পাঠানো হবে সরকারের সংশ্লিষ্ট বিভাগে।

জানা গেছে সেখানে বিসিবি চাইছে সফরকারী দলের জন্য ৭ দিনের কোয়ারেন্টিন। আর তা যদি না হয়ে ১৪ দিনে সরকারের সিদ্ধান্ত বহাল থাকে তাহলে বিসিবি চাইবে কোয়ারেন্টিন সময়টাতে যেন সফরকারীদের জন্য অনুশীলনের ব্যবস্থা করা হয়। যেমনটা করেছে নিউজিল্যান্ড। এছাড়াও জানা গেছে সফরকারীদের জন্য বাংলাদেশে আসার সময় একবার  কোভিড-১৯ পরীক্ষা করাতে হবে। এছাড়াও দেশে এসে আরো ৩ বার টেস্ট করাতে হবে। এ বিষয়ে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী বলেন, ‘আমরা বিসিবির স্বাস্থ্যবিভাগ একটি গাইডলাইন তৈরি করেছি। যা আমরা বোর্ডকে পাঠিয়েছি। সিদ্ধান্ত  নিবে বিসিবি ও সরকার।’
বিশ্বের করোনা পরিস্থিতির ওপর নির্ভর করছে ওয়েস্ট ইন্ডিজ দলের বাংলাদেশ সফর। কারণ, নতুন করে লকডাউনে যাচ্ছে ইউরোপের অনেক দেশ। তাই শেষ পর্যন্ত পরিস্থিতি কোন দিকে যায় সেটিও এই সফরের ভাগ্য নির্ধারণ করতে পারে!

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com