দিনাজপুরে রেললাইনে ভাঙন, ট্রেন চলাচল বন্ধ

0

দিনাজপুরের বিরামপুরে রেললাইন ভেঙে যাওয়ায় উত্তরের কয়েকটি জেলার সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ রয়েছে।

বুধবার সকাল ৬টা থেকে সাড়ে ৮টায় আংশিক মেরামত করে কয়েকটি ট্রেন পাস করে দেয়া হলেও পুরোপুরি ট্রেন যোগাযোগ চালু হতে আরও ৩ থেকে ৪ ঘণ্টা সময় লাগবে বলে জানিয়েছে রেলওয়ে বিভাগ।

স্থানীয়রা জানান, বুধবার সকাল ৬টায় খুলনা থেকে আন্তঃনগর সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি আসার সময় দিনাজপুরের বিরামপুর উপজেলার পলাশবাড়ী রেলক্রসিংয়ে বিকট শব্দ হয়। স্থানীয়রা সেখানে গিয়ে দেখেন রেললাইন ভেঙে গেছে।

এর পর তারা সেখানে লাল কাপড় টাঙিয়ে বিরামপুর রেলওয়ে স্টেশনে খবর দেন।

খবর পাওয়ার পর রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীরা এসে রেললাইন মেরামত করার কাজ শুরু করেন। এ সময় রেললাইনের দুদিকে কয়েকটি ট্রেন আটকা পড়ে যায়।

রেলওয়ের বিরামপুর স্টেশনমাস্টার মিজানুর রহমান জানান, ২ ঘণ্টা কাজ চালিয়ে সকাল সাড়ে ১০টায় আপাতত কয়েকটি ট্রেন পাস করে দেয়া হয়েছে। পুরোপুরি কাজ শেষ করে ট্রেন চলাচল স্বাভাবিক করতে আরও ৩ থেকে ৪ ঘণ্টা সময় লাগবে বলে জানান তিনি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com