বহু দেশেই করোনাভাইরাসের জ্যামিতিক সংক্রমণ ঘটছে: ডব্লিওএইচও

0

বিশ্বের বহু দেশেই করোনা ভাইরাস জ্যামিতিক হারে বাড়ছে। শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিওএইচও) এ কথা বলেছে। একইসঙ্গে সংস্থাটি বলেছে, কোভিড -১৯ মোকাবেলায় দ্য নর্দান হ্যাম্পশায়ার খুবই কঠিন সময় পার করছে।

সংস্থা প্রধান টেডরস আধানম গেব্রিয়াসিস এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বলেন, পরবর্তী কয়েক মাস খুবই কঠিন সময় যাবে। কয়েকটি দেশ বিপদজনক অবস্থায় রয়েছে। এছাড়া বিশ্বের বহু দেশে করোনা ভাইরাস জ্যামিতিক হারে বাড়ছে উল্লেখ করে তিনি নেতৃবৃন্দের প্রতি করোনা সংক্রমণ জনিত মৃত্যু ঠেকাতে অবিলম্বে পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।

গত বছর ডিসেম্বরে চীনের উহানে করোনার সংক্রমণ দেখা দেয়ার পর এ পর্যন্ত বিশে^ প্রায় ৪ কোটি ২০ লাখ লোক করোনায় আক্রান্ত হয়েছে এবং মারা গেছে অন্তত ১১ লাখ লোক। 

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com