নেতাকর্মীসহ দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ রুহুল কবির রিজভীর

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী নেতাকর্মীসহ দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি হার্ট অ্যাটাক করে হাসপাতালে ভর্তি হওয়ার পর দলের নেতাকর্মীসহ সারাদেশের মানুষ তার জন্য দোয়া করেছেন, অনেকে হাসপাতালে গিয়ে খোঁজ খবর নিয়েছেন। সেজন্যে তিনি সকলের প্রতি কৃতজ্ঞ। তিনি পুরোপুরি সুস্থ হয়ে অতি দ্রুত যেন জনগণের মাঝে ফিরে আসতে পারেন সেজন্য দোয়া চেয়েছেন। ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থা অনেকটাই উন্নতির দিকে। 

আজ কালের মধ্যে তিনি হাসপাতাল থেকে রিলিজ পেতে পারেন তবে তিন সপ্তাহ পর আবারও হাসপাতালে ভর্তি হয়ে পূনরায় এনজিওগ্রাম করতে হবে। অসুস্থ হওয়ার পর থেকেই রুহুল কবির রিজভীর সার্বক্ষণিক পাশে ছিলেন তার স্ত্রী আরজুমান আরা বেগম ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার, এবং তার ড্রাইভার মান্নান পাটোয়ারী।

উল্লেখ্য গত ১৪ অক্টোবর জাতীয় প্রেসক্লাবের সামনে শ্রমিক দলের মানববন্ধন শেষ করে দলীয় কার্যালয়ে ফেরার পথে তার হার্ট অ্যাটাক হয়। প্রথমে ইসলামী ব্যংক হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার এনজিওগ্রাম করা হয়। ল্যাব এইড বিশেষজ্ঞ  ডা. প্রফেসর সোহরাবুজ্জামান ও প্রফেসর আব্দুস জাহেদের নেতৃত্বে এনজিওগ্রাম করেন। তার হার্টে একটি ব্লক ধরা পরলেও সেটি ইনজেকশনের মাধ্যমে অপসারণ করা হয়েছে। কয়েক সপ্তাহ পর আবারো পরীক্ষা করতে হবে। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান  তার চিকিৎসার খোঁজ খবর নিচ্ছন।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com