ক্রিমিনাল রেকর্ডের কারণে মার্কিন নির্বাচনে ৫২ লাখ ভোটার ভোট দিতে পারবেন না

0

শুধুমাত্র ক্রিমিনাল রেকর্ডের কারণে যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিতে পারবে না ৫২ লাখ ভোটার। নভেম্বরে অনুষ্ঠেয় এ নির্বাচনে কৃষ্ণাঙ্গ নাগরিকরাই বেশি বঞ্চিত হবেন। আইন পরামর্শক প্রতিষ্ঠান ‘সেনটেন্সিং প্রজেক্টের’ নতুন এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। সম্প্রতি এ প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

গত নির্বাচনে অর্থাৎ ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিতে পারেনি প্রায় ৬১ লাখ ভোটার। সাজাপ্রাপ্ত আসামিদের ভোটাধিকার সুরক্ষার উদ্যোগের ফলে গতবারের চেয়ে এবারের এ সংখ্যা অন্তত ১৫ শতাংশ কমেছে।

এ নির্বাচনের জয়-পরাজয় সম্পর্কে শুক্রবার (১৬ অক্টোবর) ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘নির্বাচনে যদি পরাজিত হই তাহলে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করব।’ এছাড়া জাল ভোট নিয়ে শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, ‘নির্বাচন অবশ্যই সুষ্ঠু হতে হবে। সঠিকভাবে ভোট গণনা করতে হবে। আমি চাই নির্বাচন সুষ্ঠু হোক।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com