তুরস্কের সফলতা মানেই ফিলিস্তিনের সফলতা: ফিলিস্তিনের প্রেসিডেন্ট

0

কৃষ্ণ সাগরে তুরস্কের ইতিহাসে সবেচেয়ে বৃহৎ প্রাকৃতিক গ্যাসের সন্ধান পাওয়ায় বিশ্বের অন্যতম প্রভাবশালী মুসলিম নেতা প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানকে অভিনন্দন জানিয়েছেন ফিলিস্তিনের রাষ্ট্রপতি মাহমুদ আব্বাস।

তুরস্কের যোগাযোগ অধিদফতর এক বিবৃতিতে এ তথ্য জানায়।

টেলিফোনে মাহমুদ আব্বাস এরদোগানকে অভিনন্দন জানিয়ে বলেন, তুরস্কের সফলতা মানেই ফিলিস্তিনের সফলতা। এসময় এরদোগানও ফিলিস্তিনের প্রতি তুরস্কের পরিপূর্ণ সমর্থন ও সহযোগিতা পুনর্ব্যক্ত করেন।

উল্লেখ্য, গত শুক্রবার (২১ আগস্ট) তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান তার দেশে প্রাকৃতিক গ্যাসের সন্ধান লাভের বিষয়ে ঘোষণা দেন।

তিনি বলেন, এ আবিষ্কারটি তুরস্কের ইতিহাসে বৃহত্তম আবিষ্কার। আগামী ২০২৩ সালের মধ্যে এই প্রাকৃতিক গ্যাস জনসাধারণের ব্যবহারের জন্য প্রস্তুত হবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com