জেনারেল সোলাইমানি হত্যার দায় গোটা আমেরিকার: ইরান

0

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদেহ বলেছেন, আইআরজিসির কুদস ফোর্সের সাবেক প্রধান জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে জবাবদিহি করতে হবে।

তিনি গতরাতে (মঙ্গলবার রাতে) আরও বলেছেন, জেনারেল সোলাইমানিকে হত্যার জন্য গোটা মার্কিন যুক্তরাষ্ট্র দায়ী। এ ক্ষেত্রে আমরা ট্রাম্পকে চিনি না। রাষ্ট্র হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রকেই এ জন্য জবাবদিহি করতে হবে। আমেরিকা ভবিষ্যতেও এই দায় থেকে রেহাই পাবে না।

মার্কিন যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে কাপুরুষোচিত বলে উল্লেখ করেন খাতিবজাদেহ। লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার বিচার করা হবে বলে ইরান পথম থেকেই বলে আসছে। একইসঙ্গে ইরান প্রতিশোধ নেওয়ার কথাও বলছে।

চলতি বছরের ৩ জানুয়ারি ভোরে ইরাকের রাজধানী বাগদাদে বিমান বন্দরের পাশে মার্কিন বাহিনীর ড্রোন হামলায় শহীদ হন ইরানের কুদস ফোর্সের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেছেন, তার সরাসরি নির্দেশে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com