পেঁয়াজের দাম বাড়িয়ে প্রতিদিন লোপাট ৫০ কোটি!
সিন্ডিকেটের মাধ্যমে পেঁয়াজের দাম বাড়িয়ে চার মাসে ৩ হাজার ১৭৯ কোটি ৩৬ লাখ ৫০ হাজার টাকার বেশি হাতিয়ে নেয়া হয়েছে বলে অভিযোগ করেছে কনসাস কনজুমার্স সোসাইটি (সিসিএস) নামের একটি সংগঠন।
রোববার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সংগঠনটি পক্ষ থেকে এ দাবি করা হয়।
সংগঠনের দাবি, পেঁয়াজের বাজারে কারসাজি করে গ্রাহকের যে টাকা হাতিয়ে নেয়া হয়েছে, তা দিয়ে দিতে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করা সম্ভব। কারসাজি চক্র প্রতিদিন প্রায় ৫০ কোটি টাকার ওপরে হাতিয়ে নিয়েছে।