‘মানবতা, নারীর সতীত্ব ও দেশের সতীত্ব বাঁচাতে সাহস নিয়ে ঐক্যবদ্ধভাবে সকলকে মাঠে নামতে হবে: মান্না

0

‘গণতন্ত্রহীন রাষ্ট্রে আজ নারীরা কোথাও নিরাপদ নয়’ বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

তিনি বলেছেন, ‘দেশের কোথাও আমাদের মা-বোনেরা নিরাপদ নয়। সাধারণ মানুষের নিরাপত্তা বিধানে সরকার পরিপূর্ণ ব্যর্থ। পথে যারা চলে তারা নিরাপদ নয়, আর আমাদের জীবনতো এমনিতেই নিরাপদ নয়। একদিকে করোনা, নিত্যপণ্যের দাম বৃদ্ধি, আবার আছে পুলিশের নির্যাতন।’

গতকাল শুক্রবার (২ অক্টোবর) রাজধানীর তোপখানার বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের ভিআইপি লাউঞ্জে জাতীয় মানবাধিকার সমিতি আয়োজিত ‘দেশব্যাপী নারী নির্যাতন : কোন পথে বাংলাদেশ?’ শীর্ষক নাগরিক বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘এমসি কলেজে নারী ধর্ষণের দায় কি কলেজ কর্তৃপক্ষ এড়াতে পারে? বছরের পর বছর অবৈধভাবে এরা ক্যাম্পাসে থাকে কীভাবে? তাদের শক্তির উৎস কী? ধর্ষণকারীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হওয়া উচিৎ।’

মান্না বলেন, ‘মানবতা, নারীর সতীত্ব ও দেশের সতীত্ব বাঁচাতে সাহস নিয়ে ঐক্যবদ্ধভাবে সকলকে মাঠে নামতে হবে। মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেলে এক পর্যায়ে তারাই প্রতিরোধ গড়ে তুলবে। কোনো নেতা বা দলের জন্য অপেক্ষা করবে না।’

সংগঠনের চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসার সভাপতিত্বে ও মহাসচিব অ্যাডভোকেট সাইফুল ইসলাম সেকুলের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া। আরও বক্তব্য রাখেন- তৃণমূল নাগরিক আন্দোলনের সভাপতি মুহম্মদ মফিজুর রহমান লিটন, বাংলাদেশ শিক্ষক ইউনিয়নের অতিরিক্ত মহাসচিব মোহাম্মদ শহীদুল্লাহ প্রিন্স, মুক্তিযোদ্ধা মাহমুদউল্লাহ দুলু, নারী নেত্রী ফেরদৌসি আক্তার, সাংগঠনিক সম্পাদক লায়ন আল আমিন।

উপস্থিত ছিলেন- ন্যাপ ভাইস চেয়ারম্যান স্বপন কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক মো. কামাল ভুইয়া, নারী নেত্রী মির্জা শেলী, ডা. আসমা আক্তার মৌসুমী, এলিজা রহমান, চম্পা প্রমুখ।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com