আমরা আর্মেনিয়ার উস্কানিমূলক আচরণ ও আগ্রাসনের তীব্র নিন্দা জানাচ্ছি: ওআইসি

0

আজারবাইজানে আর্মেনিয়ার হামলার নিন্দা জানিয়েছে অরগানাইজেশান অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি)।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সংস্থাটি এক বিবৃতিতে আজারবাইজানে আর্মেনিয়ার হামলার নিন্দা জানানোর পাশাপাশি দু’দেশের মধ্যকার দ্বন্দ্বকে রাজনৈতিকভাবে সমাধান করার আহ্বান জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, আর্মেনিয়া প্রজাতন্ত্রের সামরিক বাহিনীর দ্বারা বারবার উস্কানিমূলক আচরণ ও আগ্রাসনের তীব্র নিন্দা জানাচ্ছে ওআইসি এবং আজারবাইজান প্রজাতন্ত্রের সাথে তার সংহতি প্রকাশ করছে।

এতে আরো বলা হয়েছে, যুদ্ধবিরতি লঙ্ঘন ও আর্মেনিয়ার আগ্রাসন গভীর উদ্বেগের সাথে পর্যবেক্ষণ করছে ওআইসি। আজারবাইজান থেকে আর্মেনিয়ান বাহিনীকে নিঃশর্তে ও সম্পূর্ণরুপে প্রত্যাহার এবং আজারবাইজান প্রজাতন্ত্রের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধার ভিত্তিতে দু’দেশের মধ্যে চলমান বিরোধের রাজনৈতিক সমাধানে পৌঁছার জন্য সংলাপের আহ্বান জানাচ্ছে।

বিবৃতিতে ওআইসির জেনারেল সেক্রেটারি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন এবং শহীদদের পরিবারের পাশাপাশি সরকার ও আজারবাইজানের জনগণের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

সূত্র: আনাদোলু এজেন্সি

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com