বিশ্ব হার্ট দিবসে বিনামূল্যে চিকিৎসা দিচ্ছে সাওল
আজ বিশ্ব হার্ট দিবস। বিশ্বজুড়ে হৃদ্রোগ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির জন্য বিশ্বের অন্যান্য দেশসহ বাংলাদেশেও দিবসটি পালিত হয়। এ উপলক্ষে বিশেষ উদ্যোগ নিয়েছে সাওল হার্ট সেন্টার (বিডি) লি.।
দুই দিনব্যাপী দেওয়া হচ্ছে বিনামূল্যে চিকিৎসা সেবা।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হচ্ছে, সুস্থ্য থাকতে, দীর্ঘজীবন পেতে কে না চায়? কিন্তু কীভাবে? প্রতিদিন আমরা আয়নায় নিজের চেহারাটা সজীব, সতেজ আর সুন্দর আছে কিনা তা দেখি কিন্তু আমাদের ভেতরের যে কলকবজা সেটা রাখে তা কি আমরা দেখি? হ্যাঁ, সেটা মাঝে মধ্যে পরীক্ষা-নিরীক্ষা করে ব্যবস্থা নিলেই সেটা সম্ভব।
বাংলাদেশের ঘরে ঘরে এখন হার্ট, ডায়াবেটিস, ব্লাড প্রেশারের রোগী। করোনার করাল থাবায় সবচেয়ে বেশি মারা গেছে হার্ট ও শ্বাসতন্ত্রের রোগীরা।
মানুষ নিজেই নিজের এসব রোগ তৈরি করে আবার নিজেই তা দূর করতে পারে। আর সেই উপায় জানার জন্য মঙ্গলবার বিশ্ব হার্ট দিবস উপলক্ষে সাওল হার্ট সেন্টার ২৬ ইস্কাটন গার্ডেন রোডে ২৯-৩০ সেপ্টেম্বর দিনব্যাপী সকাল-সন্ধ্যা বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা ফ্রি চিকিৎসা দেবে।