কর্মীদের পদ-পদবীর দিকে না তাঁকিয়ে আন্দোলনের জন্য সকলকে সংগঠিত হওয়ার আহবান

0

সরকারের ব্যর্থতায় দেশের স্বাস্থ্যখাত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে মন্তব্য করেছেন গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, তিনি বলেন, ‘সরকারের ব্যর্থতা ও দুর্নীতির কারণে স্বাস্থ্যখাতের ভঙ্গুর অবস্থা। স্বাস্থ্যখাত করোনায় আক্রান্ত, মানে ভেন্টিলেশনে আছে। সরকারও এরকম ভেন্টিলেশনেই আছে।’

গতকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের উদ্যোগে ‘মৎস্য খাতের বর্তমান অবস্থা ও ভবিষ্যতে করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘স্বাস্থ্যখাতের অবস্থা যদি ভেন্টিলেশনে হয় তাহলে বাংলাদেশে ডাক্তারদের দুর্দিনে আসতেছে। জনগণের মধ্যে একটা অনাস্থা আসছে। খালি ভিসা প্রক্রিয়াটা (ভারত) শুরু হতে দেন এবং ঢাকা-কলকাতা গাড়িটা চালু হতে দেন। প্রতিদিন ২০ হাজার লোক চইলা যাইবো কলকাতা চিকিৎসা করতে। বাংলাদেশের হাসপাতাল এমনকি চেম্বারগুলো খালি পড়ে থাকবে। ‘

বর্তমান রাজনৈতিক পরিস্থিতির সংকট উত্তরণে আন্দোলনের বিকল্প নাই উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা শুধু পদে ব্যস্ত, কমিটিতে ব্যস্ত আর কথায় ব্যস্ত। আমরা পথে নামতে ব্যস্ত হই না বলেই (ভেন্টিলেশন) থাকলেও সরকার টিকে আছে।’

কর্মীদের পদ-পদবীর দিকে না তাঁকিয়ে আন্দোলনের জন্য সকলকে সংগঠিত হওয়ার আহবানও জানান গয়েশ্বর।

দেশের জনসংখ্যা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে প্রাকৃতিক মাছ কমে যাওয়া চাষকৃত উৎপাদিত মৎস্য খাদ্যভাসে জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন গয়েশ্বর।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com