যুবদলনেতা দিলোয়ার হোসেনের বাড়িতে সন্ত্রাসী হামলায় যুবদলের নিন্দা

0

আব্দুল হামিদ খান সুমেদ:-

যুক্তরাজ্য যুবদলের অধীনস্থ ওয়েস্ট মিডল্যান্ড শাখার সিনিয়র যুগ্ম সম্পাদক দিলোয়ার হোসেনের বাংলাদেশের সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার রামপুর গ্রামে গত ২০ আগস্ট হবিগঞ্জের স্থানীয় বর্তমান সরকার দলীয় ছাত্রলীগ কর্মীরা হামলা করে। এ হামলাকালীন সময়ে দিলোয়ার হোসেনের ভাতিজার উপর তারা নির্মমভাবে প্রহার করে কঠিন হুঁশিয়ারি করে বলে যে, দিলোয়ার হোসেন যুক্তরাজ্য প্রবাসে থেকেও সক্রিয়ভাবে জাতীয়তাবাদী রাজনীতিতে স্থানীয় পর্যায়ে বেশ শক্তিশালী ভূমিকা পালন করছে তাই সে যদি তা বন্ধ না করে তাহলে দেশে আসলে তার পরিণতি ভয়াবহ হবে নতুবা দেশে অবস্তানরত তার সকল আত্মীয় স্বজনদের কে কঠিন ফলাফল ভোগ করতে হবে।

এদিকে ওয়েস্ট মিডল্যান্ড যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক দিলোয়ার হোসেনের দেশের বাড়িতে বর্তমান স্বৈরাচারী সরকারের ব্যাপরোয়া কর্মীদের এ রকম সন্ত্রাসী হামলা ও হুমকিতে যুক্তরাজ্য যুবদল ও ওয়েস্ট মিডল্যান্ড যুবদলের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

যুক্তরাজ্য যুবদলের সভাপতি রহিম উদ্দিন, সাধারণ সম্পাদক আফজাল হোসেন, ওয়েস্ট মিডল্যান্ড যুবদলের সভাপতি মোদাচ্ছির খান এবং সাধারণ সম্পাদক চুনু মিয়া এক প্রতিবাদ বার্তায় বলেন, আমাদের সহকর্মী দিলোয়ার হোসেন শহীদ জিয়ার আদর্শ সর্বদা বুকে লালন করে জাতীয়তাবাদী যুবদলের রাজনীতিতে সক্রিয় বলে বাকশালীরা আজ দিলোয়ারের বাড়িতে হামলা করছে কারণ তারা চায় দেশ আজ তাদের একক নেতৃত্বে চলুক তাই দিলোয়ার হোসেনের মত খাঁটি জাতীয়তাবাদী কর্মীরা যতদিন রাজনীতিতে সক্রিয় থাকবে ততদিন তারা সফল হতে পারবে না বলেই এ রকম সন্ত্রাসী হামলা করে দেশের স্বাধীনতা ভুলন্ঠিত করছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com