গণতান্ত্রিক অধিকার নেই বলেই দুর্নীতি আজ দেশে প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে: মান্না
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, গণতান্ত্রিক অধিকার নেই বলেই দুর্নীতি আজ দেশে প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে।
গতকাল মঙ্গলবার রাজধানীর তোপখানায় বাংলাদেশ শিশু কল্যাণ মিলনায়তনে রাজনৈতিক দল নিবন্ধন পদ্ধতি বাতিলের দাবি পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মান্না বলেন, সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার আদায়ে লড়াইয়ের কোনো বিকল্প নাই। এই সরকার জনগণের অধিকার হরণ করেছে। সরকারের আমলে গণতান্ত্রিক অধিকার অবশিষ্ট নাই, গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার সম্ভাবনাও নাই।
‘তাই সরকারের সঙ্গে কোনো আপস নাই; আপস চলবে না। আপস করে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব না’ যোগ করেন তিনি।
নাগরিক ঐক্যের আহ্বায়ক বলেন, রাজনৈতিক দল নিবন্ধন আইনটাই হচ্ছে সংবিধান ও গণতান্ত্রিক অধিকার পরিপন্থী। সবাইকে ভাবতে হবে; জনগণের অধিকার প্রতিষ্ঠায় নতুন পথ তৈরি করতে হবে।
পরিষদের আহ্বায়ক ও সোনার বাংলা পার্টির সাধারণ সম্পাদক সৈয়দ হারুন-অর-রশিদের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক সাইফুল হক, বাংলাদেশ জাসদ সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, গণসংহতি আন্দোলন সমন্বয়কারী জোনায়েদ সাকি, বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া, নাগরিক ঐক্যের সমন্বয়কারী শহীদুল্লাহ কায়সার প্রমুখ।