আওয়ামী ক্ষমতাসীন সরকারের দুর্নীতির কারণেই পেঁয়াজসহ নিত্যপণ্যের দাম আকাশচুম্বী: ফখরুল

0

বেড়েই চলেছে পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম। এজন্য সরকারের নানা দুর্নীতি ও উদাসীনতাকে দায়ী করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করে তিনি বলেছেন, দুর্নীতির কারণেই পেঁয়াজসহ নিত্যপণ্যের দাম আকাশচুম্বী।

গতকাল রবিবার (২০ সেপ্টেম্বর) রাতে এক টুইটবার্তায় এমন অভিযোগ করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, করোনা মহামারীকালে সীমিত অর্থনৈতিক কর্মকাণ্ডের ফলে মানুষ পড়েছে নিদারুণ অর্থকষ্টে। অথচ নিত্যপণ্যের দাম আকাশচুম্বী।

তিনি জানান, ২০১৯ এ পেঁয়াজের দাম ১০ গুণ বেড়েছিল! সেই সঙ্কট ফিরে এসেছে। দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে এই ব্যর্থতা, ম্যান্ডেটবিহীন সরকারের দুর্নীতি ও উদাসীনতারই স্বাক্ষর।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com