‘গায়েবি মামলাকে হাতিয়ার বানিয়েছে আওয়ামী লীগ’
চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও বিএনপির মেয়রপ্রার্থী ডা. শাহাদাত হোসেন বলেছেন, ‘রাজনীতি নয়, গায়েবি মামলাই আওয়ামী লীগের প্রধান হাতিয়ার। ক্ষমতায় টিকে থাকতে বিএনপির হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা গায়েবি মামলা দিয়ে হয়রানি করছে আওয়ামী লীগ।’
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম আদালতে হাজিরা শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন।
ডা. শাহাদাত হোসেন বলেন, ‘মিথ্যা মামলা, হামলা, নির্যাতন-নিপীড়ন করে কোনো স্বৈরাচার সরকার টিকে থাকতে পারেনি, এ সরকারও পারবে না। বিএনপি নেতাকর্মীরা মিথ্যা মামলা-হামলাকে ভয় পায় না।’
তিনি আরও বলেন, ‘দেশ আজ দুর্নীতি-দুঃশাসনের স্বর্গ রাজ্যে পরিণত হয়েছে। সরকারের রন্ধে রন্ধে দুর্নীতি। এ দুর্নীতির দুর্গন্ধ সারাদেশে ছড়িয়ে পড়েছে। জনগণ দুর্নীতিবাজদের বিরুদ্ধে সোচ্চার হচ্ছে। জনগণের সরকার প্রতিষ্ঠা হলে দেশে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠিত হবে।’
এ সময উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক এম নাজিম উদ্দিন, অ্যাডভোকেট মফিজুল হক ভুঁইয়া, অ্যাডভোকেট এনামুল হক, অ্যাডভোকেট নাজিম উদ্দিন, অ্যাডভোকেট সিরাজুল ইসলাম চৌধুরী, অ্যাডভোকেট কামরুল ইসলাম সাজ্জাদ, অ্যাডভোকেট তারেক আহমেদ, অ্যাডভোকেট নেজাম উদ্দিন, অ্যাডভোকেট মাহমুদুল আলম চৌধুরী মারুফ, অ্যাডভোকেট নাজমুল হাসান, অ্যাডভোকেট যায়েদ প্রমুখ।