গণতান্ত্রিক উপায়ে বিএনপির কমিটি হবে
সাহসী ও উদ্যমী নেতাদের নিয়ে গণতান্ত্রিক উপায়ে দলের নতুন কমিটি গঠন করার কথা জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
গতকাল সকালে নাটোর শহরের আলাইপুর এলাকায় জেলা বিএনপি কার্যালয়ে নাটোরে বিএনপির বিভিন্ন পর্যায়ের আহ্বায়ক কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিএনপিকে ঢেলে সাজানো হবে। ঘরে বসে আর কোনো কমিটি করতে দেওয়া হবে না। সাহসী ও উদ্যমী নেতাদের নিয়ে নতুন কমিটি গঠন করা হবে। সদর উপজেলা বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্য সচিব নজরুল ইসলামের পরিচালনায় পরিচিতি অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক, সদস্য সচিব রহিম নেওয়াজ, আহ্বায়ক কমিটির সদস্য শহিদুল ইসলাম বাচ্চু, অ্যাডভোকেট রুহুল আমিন টগর, খবির উদ্দিন শাহ, ফরহাদ আলী দেওয়ান শাহিন, শহর বিএনপির সাধারণ সম্পাদক বাবুল চৌধুরী, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম।