আল্লামা শফী সর্বজন শ্রদ্ধেয় আলেম ছিলেন, তাঁর ইন্তেকালে পৃথিবীর বহু ক্ষতি হয়ে গেলো: খসরু

0

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর, বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ ও আল হাইয়াতুল উলিয়ার চেয়ারম্যান, মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার সদরুল মুহতামীম শাইখুল ইসলাম আল্লামা শাহ্ আহমদ শফীর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি এ শোক জানান।

খসরু বলেন, আল্লামা শফী চট্টগ্রামের একজন সর্বজন শ্রদ্ধেয় আলেম ছিলেন। চট্টগ্রামে ধর্মীয় শিক্ষা ও ইসলাম ধর্মের প্রচারে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ধর্মীয় শিক্ষায় তার অবদানের কথা চট্টগ্রামবাসী আজীবন মনে রাখবে। তার ইন্তেকালে যে অপূরণীয় ক্ষতি হলো তা সহজে পূরণ হবার নয়।

তিনি এ বিশিষ্ট আলেমে দ্বীনের শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে মহান আল্লাহ’র কাছে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com