চাঁদা দিতে না চাইলে ব্যবসায়ীর দোকানে তালা ঝোলাত কাউন্সিলর মঞ্জু

0

ওয়ার্ড কাউন্সিলর ময়নুল হক মঞ্জুকে গ্রেফতার করেছে র‌্যাব। ওয়ারী থানার একটি চাঁদাবাজির মামলার সূত্র ধরে নিজ কার্যালয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার ড্রাইভার মো. সাজ্জাদ হোসেনকেও গ্রেফতার করে র‌্যাব। গতকাল বেলা সাড়ে ১২টায় কাউন্সিলর ও তার ড্রাইভারের গ্রেফতারের খবরে এলাকার ব্যবসায়ীরা উল্লাস প্রকাশ করে মিষ্টি বিরতণ করেন। গ্রেফতারের পর কাউন্সিলর মঞ্জুকে সঙ্গে নিয়ে র‌্যাব-৩ তার টিকাটুলীর বাসায়ও অভিযান চালায়। র‌্যাব-৩-এর অধিনায়ক (সিও) লে. কর্নেল শফিউল্লাহ বুলবুল জানান, কাউন্সিলর ময়নুল হক মঞ্জুর বিরুদ্ধে অবৈধ দখলদারি, চাঁদাবাজি, মাদক কারবার ও জুয়ার আসর পরিচালনার অভিযোগ রয়েছে। গ্রেফতারের সময় তার কার্যালয় থেকে আমেরিকার তৈরি একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি, একটি খেলনা স্টিলের পিস্তল, ৬২০ পিস ইয়াবা ট্যাবলেট, পাঁচ বোতল মদ ও ১২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। গ্রেফতারের পর কাউন্সিলর মঞ্জুকে র‌্যাব-৩ কার্যালয়ে আনা হয়েছে। কাউন্সিলর ময়নুল হক মঞ্জুর বিরুদ্ধে রাজধানী সুপার মার্কেট ও নিউ রাজধানী সুপার মার্কেট থেকে মাসে কোটি টাকার বেশি চাঁদা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া মঞ্জুর ক্যাডার বাহিনী কে এম দাস লেন, অভয় দাস লেন, টয়েনবী সার্কুলার রোড, জয়কালী মন্দির রোড, ভগবতী ব্যানার্জি রোড, ফোল্ডার স্ট্রিট, হাটখোলা রোড এবং আর কে মিশন রোড এলাকার ফুটপাথ ও খালি জায়গায় দোকান বসিয়ে চাঁদাবাজি করে। এসব এলাকা থেকে বর্জ্য ব্যবস্থাপনার নামেও চাঁদা তোলে মঞ্জুর লোকজন। কাউন্সিলর ছাড়াও মঞ্জু বাংলাদেশ বয়েজ ক্লাবের সভাপতি। টিকাটুলীর এই ক্লাবেও জুয়ার বোর্ড চালানোর অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। জানা যায়, রাজনৈতিক প্রভাব খাটিয়ে ২০১১ সাল থেকে টানা আট বছর মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের আওতাধীন টিকাটুলীর ওই মার্কেটের ‘স্বঘোষিত’ সভাপতি তিনি। দুই মার্কেটের ১ হাজার ৭৮৮টি দোকান থেকে বিভিন্ন খাত দেখিয়ে প্রতি মাসে ৯৫০ টাকা করে আদায় করা হতো। কোনো ব্যবসায়ী চাঁদা দিতে না চাইলে তার দোকানে তালা ঝোলাত মঞ্জুর লোকজন। প্রতিবাদ করায় হুমকি পেয়ে ব্যবসায়ী আজমল হোসেন, হাফিজুর রহমান, ফজলুল হক, সেন্টু চৌধুরী, আবু বকর ও মতিউর রহমান ওয়ারী থানায় সাধারণ ডায়েরি করেন। এর বাইরে ঈদে বা পূজায় মঞ্জুকে দিতে হতো বাড়তি টাকা। জেনারেটর, বেয়ারসহ অন্যান্য খরচের নামেও দিতে হতো চাঁদা। তার বেপরোয়া চাঁদাবাজি ও দখলবাজির বিরুদ্ধে ভুক্তভোগী ব্যবসায়ীরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ ও র‌্যাব সদর দফতরসহ বিভিন্ন স্থানে একাধিক অভিযোগও করেন। মঞ্জুর কথার অবাধ্য হলেই ক্যাডার বাহিনী দিয়ে ধরে নিয়ে টর্চার সেলে নির্যাতন করা হতো। চাঁদাবাজির সময় হাতেনাতে কয়েক দফায় তার লোকজন গ্রেফতারও হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে মার্কেটে চাঁদাবাজি বন্ধে নির্দেশনা দেওয়ার পরও তা মানা হয়নি। সম্প্রতি এক চিঠিতে রাজধানী সুপার মার্কেট ও নিউ রাজধানী সুপার মার্কেটের দোতলায় পাইপ ও লোহার অ্যাঙ্গেল দিয়ে ৮৪টি দোকান করার অনুমতি দেয় বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট। এর পরই মঞ্জুর লোকজন ওই সব দোকানের জামানত নির্ধারণ করে ২ লাখ ৯০ হাজার টাকা করে। মার্কেটের ব্যবসায়ীরা জানিয়েছেন, এ সুযোগে মঞ্জু প্রতিটি দোকান থেকে ৮-১০ লাখ টাকা অগ্রিম নিয়েছেন। মার্কেটের ব্যবসায়ীরা জানান, সম্প্রতি মঞ্জুর চেষ্টায় মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট থেকে রাজধানী সুপার মার্কেট ও নিউ রাজধানী সুপার মার্কেটে লোহার অ্যাঙ্গেল দিয়ে প্রতিটি ৩৫ বর্গফুট আয়তনের দোকান নির্মাণের জন্য চিঠি দেওয়া হয়। চিঠির শর্তে বলা হয়েছে, দোকানগুলো বরাদ্দ নয়, ভাড়া দেওয়া হবে। দোকানের নামজারি দেওয়া হবে না এবং ভাড়া দেওয়ায় দোকানির কোনো স্বত্বও জন্মাবে না। প্রতিটি দোকানের মাসে ভাড়া হবে ২ হাজার টাকা। আগস্টে এই চিঠি পাওয়ার পর মঞ্জু প্রতিটি দোকান ভাড়ার অগ্রিম বাবদ ৮-১০ লাখ টাকা করে আদায় করতে শুরু করেন। ইতিমধ্যে তিনি বিপুলসংখ্যক ব্যবসায়ীর কাছ থেকে অগ্রিম নিয়েছেন। এ ছাড়া টিকাটুলীর ১২ কে এম দাস লেনের ৭ বিঘা ১৬ কাঠা সম্পত্তির ওপর নজর পড়ে মঞ্জুর। এই সম্পত্তি রক্ষার দাবিতে ইতিপূর্বে সংবাদ সম্মেলন করেছে শ্রীশ্রী স্বামী ভোলানন্দগিরি আশ্রম ট্রাস্ট। এর ট্রাস্টিরা জানান, ওই জমিতে শ্রীশ্রী স্বামী ভোলানন্দগিরি আশ্রম কমপ্লেক্স প্রতিষ্ঠিত হয়। সনাতন ধর্ম চর্চার উদ্দেশ্যে স্বর্গীয় যোগেশ চন্দ্র দাস ও তার ছোট ভাই স্বর্গীয় শচীন চন্দ্র দাস ২০১২ সালের ২৩ জুন ৩৬৩৪ নম্বর রেজিস্ট্রিযুক্ত দলিলে এই জমি দান করেন। আশ্রমের শতকোটি টাকা মূল্যের জমি মঞ্জুসহ প্রভাবশালী একটি মহলের যোগসাজশে কিছু অংশ জবরদখল হয়ে আছে। এ বিষয়ে ১৯ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) মামলাও হয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com