সরকার বিরোধী সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হলে গণতন্ত্রের বিজয় হবেই: মান্না

0

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, এ দেশে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় সরকারবিরোধী সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হলে বিজয় আমাদের হবেই। দেশ একটা বিরাট ষড়যন্ত্রের জালে আটকা। এ থেকে বেরোতে হলে জালটাই ছিঁড়ে ফেলতে হবে। কারও দিকে তাকিয়ে থেকে নয়, যার যতটুকু সামর্থ্য আছে তা নিয়েই নামতে হবে। কে রাস্তায় নামল, কে সমর্থন দিল এ হিসাব পরে হবে। পিঁয়াজের মূল্য বৃদ্ধি ও সীমান্তহত্যার প্রতিবাদে গতকাল সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের এক মানববন্ধন কর্মসূচিতে তিনি এ কথা বলেন।

মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খানের পরিচালনায় মানববন্ধনে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, বিএনপির যুগ্মমহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কেন্দ্রীয় নেত্রী শিরিন সুলতানা, অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, গণফোরামের মোশতাক আহমেদ, ডাকসু ভিপি নুরুল হক নূরসহ মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধ প্রজন্মের নেতারা বক্তব্য দেন।

মাহমুদুর রহমান মান্না বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় এ সরকারকে সরানোর কোনো বিকল্প নেই। আসুন, সে কর্মসূচি নিয়ে আমরা সবাইকে সংগঠিত করে রাজপথে নামি।

 প্রস্তুত হোন, সংঘবদ্ধ হোন, আমাদের বিজয় হবেই। এ সরকারকে একটাই কথা- তুমি চলে যাও, তুমি পারছ না দেশ চালাতে। দেশে সব জিনিসের দাম বেড়েছে। কোনো বিনিয়োগ নেই, শিক্ষাব্যবস্থা নেই। কোনো স্কুল, কলেজ খোলে না। বিনা পরীক্ষায় পাস। সরকারের কাছে টাকা নেই। ফরিদপুরের ছাত্রলীগ সভাপতি-সম্পাদক মাত্র দুই বছরে ২ হাজার কোটি টাকা কামাই করেছেন। চোর, ডাকাত, লুটেরারা দেশের টাকা লুটপাট করে বিদেশে পাঠাচ্ছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com