আ.লীগ সরকার চায় না ভোটাররা ভোট কেন্দ্রে ভোট দিতে যাক: হারুন
সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় এমন কথা বলে আসলেও নির্বাচনে কেন অংশ নিচ্ছে বিএনপি? এমন প্রশ্নের জবাবে বিএনপির সংসদ সদস্য হারুন অর রশীদ বলেন, ‘‘বাইরে আন্দোলন সংগ্রামের চেয়ে সংসদে কথা বলার গুরুত্ব অনেক বেশি৷ যদিও করোনাকালীন সময়ে সংসদে কথা বলার সুযোগ কম, আমরা মাত্র কয়েকজন সংসদে আছি৷ তারপরও এর প্রভাব আছে৷’’
তিনি বলেন ‘‘নির্বাচন তো একটি গণতান্ত্রিক প্রক্রিয়া৷ এর মাধ্যমেই ক্ষমতার বদল হয়৷ নির্বাচনের মাধ্যমেই একদিন বাংলাদেশে ক্ষমতার বদল হবে৷ সেই নির্বাচন প্রক্রিয়াকে ধংস করে দেয়া হচ্ছে৷ এটা রক্ষা করার দায়িত্ব নির্বাচন কমিশনের, প্রশাসনের৷ সরকার চায় না ভোটাররা ভোট দিতে যাক৷ ভোটাররাও ভোটের আগ্রহ হারিয়ে ফেলেছেন৷ তারপরও আমরা ভোটের অধিকারের জন্যই নির্বাচনে যাচ্ছি৷’’