বিএসএফের গুলিতে নিহত শরিফুলের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর!

0

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝারী সীমান্তে বিএসএফের গুলিতে নিহত শরিফুল ইসলামের (৩০) মরদের ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে ।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় উপজেলার বেউরঝারী সীমান্ত এলাকায় ভারতী সীমান্ত রক্ষী বাহিনীর গুলিতে নিহত হন তিনি। নিহত শরিফুল ইসলাম উপজেলার ছোট্ট চড়ই গেদী গ্রামের আবদুল হকের ছেলে।

শুক্রবার বিকালে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয় বলে এই তথ্য নিশ্চিত করেন বালিয়াডাঙ্গী থানার ওসি হাবিবুল হক প্রধান।

আমজানখোর ইউপির চেয়ারম্যান মো. আকালু জানান মরদেহ পাওয়ার পর জানাজা শেষে তাকে দাফন করা হয় ।

স্থানীয়রা জানান, নিহত শরিফুল ইসলাম সহ আরও কয়েকজন সকালে বাড়ির অদূরে নাগর নদীতে মাছ ধরতে যায়। একপর্যায়ে তারা নদী থেকে উঠে সীমান্ত এলাকায় গেলে বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। দুই সন্তানের বাবা শরিফুলের সঙ্গীরা কোনো রকমে প্রাণে রক্ষা পেলেও শরিফুলের জীবন রক্ষা হয়নি।

ঠাকুরগাঁও-৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সহিদুল ইসলাম বলেন, এঘটনায় দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর অধিনায়ক পযার্য়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে শরিফুলকে আর্ন্তজাতিক সীমানা আইন লংঘন করে হত্যা করায় প্রতিবাদ জানানো হয় বলে জানান বিজিবির এই কর্মকতার। 

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com