৪ আসনে উপ-নির্বাচন : বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু

0

আসন্ন চারটি আসনের উপ-নির্বাচনের মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি।

আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। প্রথম ফরমটি উত্তোলন করেন ঢাকা-১৮ আসনে বিএনপির প্রার্থী হতে আগ্রহী তরুণ ব্যবসায়ী বাহাউদ্দিন সাদী। দলীয় নেতাকর্মীদের নিয়ে একটি সুশৃঙ্খল শো-ডাউন দিয়ে তিনি সকাল ১০টায় বিএনপির নয়াপল্টন অফিসে আসেন।

পরে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কাছ থেকে এবারের উপ-নির্বাচনের প্রথম ফরমটি উত্তোলন করেন এ নেতা।

এসময় তার সঙ্গে থাকা নেতা কর্মীদের করোনার স্বাস্থ্যবিধি মেনে নয়াপল্টন কেন্দ্রীয় অফিসের সামনে সারিবদ্ধ ভাবে অবস্থান নিতে দেখা গেছে। এছাড়া অন্য আসনগুলোর মনোনয়ন প্রার্থীরা আজ মনোনয়ন ফরম নিবেন।

চারটি আসনের উপ-নির্বাচনের ফরম বিক্রি করছে বিএনপি। ঢাকা-৫, নওগাঁ-৬, ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপ-নির্বাচনে ডজনখানেক মনোনয়ন ফরম বিক্রি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আজ ও আগামীকাল শুক্রবার বিএনপি ফরম বিতরণ ও জমা নিবে। পরশু শনিবার এ চারটি আসনের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকার নিবে দলের পার্লামেন্টারি বোর্ড।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com