সাকিব হেটাররা খুব লাফাচ্ছেন এখন আনন্দে!

0

সাকিব হেটাররা খুব লাফাচ্ছেন এখন আনন্দে! এই মানুষগুলো কিভাবে ভুলে যায় সাকিব আল হাসান ছাড়া বাংলাদেশের এই ক্রিকেট দল অনেকটাই শক্তিহীন, চাকচিক্যহীন। 

‘ক্রিকেটপ্রেমী’ নামধারী আসলে ক্রিকেটবিরোধী এই লোকগুলো সাকিবকে সাইজ করতে গিয়ে বোকার মতো অথবা অতি চালাকের মতো নিজের দেশকেই ছোট করে বসে! সাকিব যেটুকু ভুল বা অপরাধ করেছে তার পক্ষে সাফাই গাইছি না আমি। শাস্তি তার প্রাপ্যই। তবে গত বছর আইসিসির অ্যান্টি করাপশন ইউনিট আমিরাতে সাংবাদিকদের জানিয়েছিল পাঁচজন অধিনায়কের সঙ্গে জুয়াড়িরা যোগাযোগ করছে.. যার তদন্তে নামছে আকসু… 

বাকি চার অধিনায়কের নাম কি লিস্ট থেকে রিমুভ করা হয়ে গেছে ?

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com