ক্ষমতাসীনদের তৎপরতা সন্তোষজনক নয়

0

সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন বলেছেন, মার্চ মাসে করোনাকাল শুরুর পর বিএনপি ও অঙ্গসংগঠনের একেক জন নেতা-কর্মীকে  অন্তত পাঁচজন গরিব, অসহায় আর কর্মহীন মানুষকে সহায়তা করার আহ্বান জানায় জেলা বিএনপি। সেই আহ্বানে সাড়া দিয়ে আমাদের নেতা-কর্মীরা ব্যাপক হারে মানুষকে সহায়তা করেছেন। পরবর্তীতে বড় পরিসরে দলের পক্ষ থেকে, প্রবাসী নেতাদের পক্ষ থেকে অসহায় মানুষকে খাদ্য সহায়তা ও মাস্ক প্রদানের পাশাপাশি সচেতনতা বৃদ্ধিতে নানা উদ্যোগ নেওয়া হয়। এসব কর্মসূচি বাস্তবায়ন করতে গিয়ে কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা মাঠপর্যায়ে অবস্থান করে সার্বক্ষণিক মনিটরিং করেছেন।

কলিম উদ্দিন আহমদ মিলন বলেন, করোনাকালে আমরা দেখেছি, চিকিৎসক, নার্স, প্রশাসন ও পুলিশের কর্মকর্তা এবং কর্মচারীরা যথেষ্ট ঝুঁকি নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন। যদিও সেটা কাক্সিক্ষত মাত্রায় ছিল না। কিন্তু সেই তুলনায় ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের তৎপরতা আমাদের খুব একটা চোখে পড়েনি। উল্টো তাদের বিরুদ্ধে সারা দেশে সরকারি ত্রাণ বিতরণে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ ছিল। জেলায় সরকারি ত্রাণের পরিমাণও ছিল অপ্রতুল। ক্ষমতাসীন দলের জনপ্রতিনিধিদের তৎপরতা আমাদের হতাশই করেছে। তাঁরা আরও বেশি করে মানুষের পাশে দাঁড়ালে মানুষ এই দুর্যোগ মোকাবিলায় সাহস ও শক্তি পেত। তিনি বলেন, ২৬ লাখ মানুষের জেলা সুনামগঞ্জে একটি করোনা পরীক্ষা কেন্দ্র স্থাপনের দাবি জানিয়েছিলাম আমরা। কিন্তু সেই দাবি বাস্তবায়ন হয়নি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com