বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মায়ের মৃত্যুতে জামায়াতের শোক
বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মা মালেকা বেগমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান শোকবাণী প্রদান করেছেন।
শোকবাণীতে তিনি বলেন, বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মা মালেকা বেগম ৮ সেপ্টেম্বর সকাল ৭টা ৪০ মিনিটে বার্ধক্য ও কিডনি রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। মহান স্বাধীনতা যুদ্ধে মালেকা বেগমের গর্বিত সন্তান বীর শ্রেষ্ঠ মোস্তাফা কামাল দেশের জন্য জীবন দিয়েছেন। তার ইন্তেকালে জাতি একজন গর্বিত মাকে হারাল। আমি তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করছি এবং তার আত্মার মাগফিরাত কামনা করছি। সেই সাথে আমি তার শোকাহত পরিবার-পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।